
বেনাপোলে সাড়ে ২৮ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক
অনলাইন ডেস্ক::
যশোরের বেনাপোল রেল স্টেশন এলাকায় ভারতে পাচারকালে সাড়ে ২৮ লাখ বাংলাদেশি টাকাসহ সুব্রত কুমার দত্ত (৩৫) নামে এক হুন্ডি বাবসায়ীকে আটকে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার রাত ৭টায় দিকে তাকে আটক করা হয়। আটক সুব্রত যশোরের ঝিকরগাছা উপজেলার কৃঞ্চনগর গ্রামের মৃত শচিন দত্তের ছেলে।
বেনাপোল বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে একজন হুন্ডি বাবসায়ী বিপুল পরিমান টাকা নিয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল রেল স্টেশনে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুব্রতকে আটকে করা হয়। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে সাড়ে ২৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি বাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সুব্রতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।